বুখারি হাদিস নং ৩৬৫৪ – পরিচ্ছেদ ২১৬০

হাদীস নং ৩৬৫৪

হামীদ ইবনে উমর রহ…………আনাস রা. বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনে সালাম রা.-এর নিকট নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মদীনায় আগমনের সংবাদ পৌঁছলে তিনি এসে তাকে কয়েকটি প্রশ্ন করলেন। তিনি বললেন, আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি। এগুলোর সঠিক উত্তর নবী ব্যতীত অন্য কেউ জানেনা। ১. কিয়ামতের সর্বপ্রথম আলামত ও লক্ষণ কি? ২. জান্নাতবাসীদের সর্বপ্রথম আহার্য কি? ৩. কি কারণে সন্তান আকৃতিতে কখনও পিতার অনুরূপ কখনো বা মায়ের অনুরূপ হয়? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়গুলো সম্পর্কে এই মাত্র জিবরাঈল আ. আমাকে জানিয়ে গেলেন। আবদুল্লাহ ইবনে সালাম রা. এ কথা শুনে বললেন, তিনিই ফেরেশতাদের মধ্যে ইয়াহূদীদের শত্রু । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১. কিয়ামতের নিকটবর্তী হওয়ার সর্বপ্রথম লক্ষণ হল লেলীহান আগুন যা মানুষকে পূর্বদিক থেকে পশ্চিম দিকে ধাওয়া করে নিয়ে যাবে এবং সবাইকে সমবেত করবে। ২. সর্বপ্রথম আহার্য যা জান্নাতবাসী ভক্ষণ করবে তা হল মাছের কলীজার অতিরিক্ত অংশ ৩. যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তবে সন্তান পিতার অনুরূপ হয় আর যদি পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটে তবে সন্তান মায়ের অনুরূপ হয়। আবদুল্লাহ ইবনে সালাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ইয়া রাসূলাল্লাহ! ইয়াহূদীগণ এমন একটি সম্প্রদায় যারা অন্যের কুৎসা রটনায় অত্যন্ত পটু। আমার ইসলাম গ্রহণ প্রকাশ হওয়ার পূর্বে আমার অবস্থা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তারা হাযির হল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে আবদুল্লাহ ইবনে সালাম কেমন লোক? তারা বলল, তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির পুত্র। তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তির পুত্র। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলত, যদি আবদুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে তবে কেমন হবে? তোমরা তখন কি করবে? তারা বলল, আল্লাহ তাকে একাজ থেকে রক্ষা করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এ কথাটি বললেন, তারাও পূর্বরূপ উত্তর দিল। তখন আবদুল্লাহ ইবনে সালাম বেরিয়ে আসলেন, এবং বললেন, أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ইহা শুনে ইয়াহূদীগণ বলতে লাগল, সে আমাদের মধ্যে মন্দ লোক এবং মন্দ লোকের ছেলে। অতঃপর তারা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরো অনেক কথাবার্তা বলল। আবদুল্লাহ ইবনে সালাম রা. বলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি ইহাই আশংকা করেছিলাম।