হাদীস নং ৩৬৫১
মুসাদ্দাদ রহ……….আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথম অবস্থায় দু’দু রাকআত করে সালাত ফরয করা হয়েছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ঐ সময় সালাত চার রাকআত করে দেয়া হয়। এবং সফর কালে পূর্বাবস্থায় অর্থাৎ দু’রাকআত বহাল রাখা হয়। আবদুর রাজ্জাক রহ. মামর সূত্রে রেওয়ায়াত বর্ণনায় যাদীদ ইবনে যুবাইর-এর অনুসরণ করেছেন।