বুখারি হাদিস নং ৩৬৫১

হাদীস নং ৩৬৫১

মুসাদ্দাদ রহ……….আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথম অবস্থায় দু’দু রাকআত করে সালাত ফরয করা হয়েছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ঐ সময় সালাত চার রাকআত করে দেয়া হয়। এবং সফর কালে পূর্বাবস্থায় অর্থাৎ দু’রাকআত বহাল রাখা হয়। আবদুর রাজ্জাক রহ. মামর সূত্রে রেওয়ায়াত বর্ণনায় যাদীদ ইবনে যুবাইর-এর অনুসরণ করেছেন।