বুখারি হাদিস নং ৩৬৩৪

হাদীস নং ৩৬৩৪

মুহাম্মদ ইবনে সাববাহ রহ……….আবু উসমান রহ. বলেন, আমি ইবনে উমর রা.-কে বলতে শুনেছি যে, তাকে এ কথা বলা হলে, “আপনি আপনার পিতার আগে হিজরত করেছেন” তিনি রাগ করতেন। ইবনে উমর রা. বলেন, (প্রকৃত ঘটনা এই যে,) আমি এবং উমর রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে হাযির হলাম। তখন তাকে কায়লুলা অবস্থায় (দুপুরের বিশ্রাম) পেলাম। কাজেই আমরা আমাদের আবাস্থলে ফিরে এলাম। কিছুক্ষণ পর উমর রা. আমাকে পাঠালেন এবং বললেন, যাও গিয়ে দেখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন কিনা? আমি এসে তাঁর কাছে উপস্থিত হলাম এবং তাঁর কাছে বায়আত করলাম। তারপর উমর রা. এর কাছে এসে তাকে খবর দিলাম যে, তিনি জেগে গেছেন। তখন আমরা তাঁর নিকট গেলাম দ্রুতবেগে। তিনি তাঁর কাছে প্রবেশ করে বায়আত করলেন। তারপর আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাতে (দ্বিতীয়বার উমর রা.) বায়আত করলাম।