বুখারি হাদিস নং ৩৬২০

হাদীস নং ৩৬২০

ইসহাক ইবনে ইয়াযীদ দামেশকী রহ………..মুজাহিদ ইবনে জুবাইর মাক্কী রহ. আবদুল্লাহ ইবনে উমর রা. বলতেন, (মক্কা) বিজয়ের পর হিজরতের কোন প্রয়োজন নেই।
আওযায়ী আতা রহ………..আতা ইবনে আবু রবাহ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উবাইদ ইবনে উমাইর লাইসী রা.-এর সঙ্গে আয়েশা রা. এর সাথে সাক্ষাত করলাম। তারপর তাকে হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এখন হিজরতের কোন প্রয়োজন নেই। অতীতে মুমিনদের কেউ তার দীনের জন্য তার প্রতি ফিতনার ভয়ে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি হিজরত করতেন আর আজ আল্লাহ ইসলামকে বিজয়ী করেছেন। এখন কোন মুমিন তার রবের ইবাদত যেখানে ইচ্ছা করতে পারে। তবে জিহাদ ও নিয়্যাত (কল্যাণ ও ফযীলতের) রয়েছে।