বুখারি হাদিস নং ৩৫৭৬

হাদীস নং ৩৫৭৬

উসামান ইবনে আবু শায়বা রহ……..সাঈদ ইবনে জুবাইর রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুর রাহমান ইবনে আবযা রা. একদিন আমাকে আদেশ করলেন যে, আবদুল্লাহ ইবনে আব্বাস রা. কে এ আয়াত দুটি সম্পর্কে জিজ্ঞাসা কর, এর অর্থ কি? আয়াতটি হল এই : ‘আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করবে না। এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে’। আমি ইবনে আব্বাস রা. কে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, যখন সূরা আল-ফুরকানের আয়াতটি নাযিল করা হল তখন মক্কার মুশরিকরা বলল, আমরা তো মানুষকে হত্যা করেছি যা আল্লাহ হারাম করেছেন এবং আল্লাহর সাথে অন্যকে মাবুদ হিসাবে শরীক করেছি। আরো নানা জাতীয় অশ্লীল কাজ কর্ম করেছি। তখন আল্লাহ তায়ালা নাযিল করলেন, ‘কিন্তু যারা তাওবা করেছে এবং ঈমান এনেছে…………সুতরাং এ আয়াতটি তাদের প্রযোজ্য। আর সূরা নিসার যে আয়াতটি রয়েছে তা। ঐ ব্যক্তি সম্পর্কে যে ইসলাম ও তার বিধি-বিধানকে জেনে বুঝে কবুল করার পর কাউকে (ইচ্ছাকৃত) হত্যা করেছে। তখন তার শাস্তি, জাহান্নাম। তারপর মুজাহিদ রহ. কে আমি এ বিষয় জানালাম। তিনি বললেন, তবে যদি কেউ অনুতপ্ত হয়…….।