হাদীস নং ৩৫৩৮
মুহাম্মদ ইবনে বাশশার রহ………..আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে (সর্বপ্রথম) যে চার ব্যক্তি সম্পূর্ণ কুরআনুল কারীম হিফয করছিলেন, তাঁরা সবাই ছিলেন আনসারী (তাঁরা হলেন) উবাই ইবনে কাব রা., মুআয ইবনে জাবাল রা., আবু যায়েদ রা. ও যায়েদ ইবনে সাবিত রা.। কাতাদা রা. বলেন, আমি আনাস রা.-কে জিজ্ঞাসা করলাম, আবু যায়েদ কে? তিনি বললেন, উনি আমার চাচাদের মধ্যে একজন।