হাদীস নং ৩৫৩৩
আলী ইবনে মুসলিম রহ…………আনাস রা. থেকে বর্ণিত, দু’ব্যক্তি অন্ধকার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে বের হলেন। হঠাৎ তারা তাদের সম্মুখে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন। রাস্তায় তাঁরা যখন ভিন্ন হয়ে পড়লেন তখন আলোটিও তাদের উভয়ের সাথে ভিন্ন ভিন্ন হয়ে গেল। মামার রহ. সাবিত রহ.-এর মাধ্যমে আনাস রা. থেকে বর্ণনা করেন যে, এদের একজন উসাইদ ইবনে হুযায়র রা. এবং অপরজন এক আনসারী ব্যক্তি ছিলেন এবং হাম্মাদ রহ. সাবিত রহ.-এর মাধ্যমে আনাস রা. থেকে বর্ণনা করেন যে, উসাইদ (ইবনে হুযায়র) ও আব্বাদ ইবনে বিশর রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলেন।