হাদীস নং ৩৫২১
মুহাম্মদ ইবনে বাশশার রহ………..উসাইদ ইবনে হুযায়র রা. থেকে বর্ণিত, একজন আনসারী বললেন, ইয়া রাসূলাল্লা! আপনি কি আমাকে অমুকের ন্যায় দায়িত্বে নিয়োজিত করবেন না? তিনি বললেন, তোমরা আমার ওফাতের পর অপরকে অগ্রাধিকার দেওয়া দেখতে পাবে, তখন তোমরা ধৈর্যধারণ করবে অবশেষে আমার সাথে সাক্ষাত করবে এবং তোমাদের সাথে সাক্ষাতের স্থান হল হাউযে কাউসার।