বুখারি হাদিস নং ৩৪৭০ – আম্মার ও হুযায়ফা রা.-এর মর্যাদা।

হাদীস নং ৩৪৭০

মালিক ইবনে ইসমাঈল……………আলকামা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়ায় গমন করলাম (সেখানে পৌঁছে) দু’রাকআত (নফল) সালাত আদায় করে দু’আ করলাম, হে আল্লাহ ! আপনি আমাকে একজন নেককার সাথী মিলিয়ে দিন। তারপর আমি একটি জামাতের নিকট এসে তাদের নিকট বসলাম। তখন একজন বৃদ্ধ লোক এসে আমার পাশেই বসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা উত্তরে বললেন, ইনি আবু দারদা রা.। আমি তখন তাকে বললাম, একজন নেককার সাথীর জন্য আমি আল্লাহর নিকট দু’আ করিছিলাম। আল্লাহ আপনাকে মিলিয়ে দিয়েছেন। তিনি বললেন, তুমি কোথাকার বাসিন্দা? আমি বললাম, আমি কুফার বাসিন্দা। তিনি বললেন, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) জুতা, বালিশ এবং অজুর পাত্র বহনকারী সর্বক্ষণের সহচর ইবনে উম্মে আবদ রা. কি তোমাদের ওখানে নেই? তোমাদের মাঝে কি ঐ ব্যক্তি নেই যাকে আল্লাহ শয়তান থেকে নিরাপদ করে দিয়েছেন? (অর্থাৎ আম্মার ইবনে ইয়াসির রা. তোমাদের মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোপন তথ্য অভিজ্ঞ লোকটি নেই? যিনি ব্যতীত অন্য কেউ এসব রহস্য জানেন না (অর্থাৎ হুযায়ফা রা.) তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. সূরা والليل কি ভাবে পাঠ করতেন? তখন আমি তাকে সূরাটি পড়ে শুনালাম : والليل إذا يغشى والنهار إذا تجلى والذكر والأثى তিনি বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরাটি সরাসরি এ ভাবেই শিক্ষা দিয়েছিলেন।