বুখারি হাদিস নং ৩৪৬০

হাদীস নং ৩৪৬০

আমর ইবনে আওন রহ……….কায়েস রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাদ রা. -কে বলতে শুনেছি যে, আরবদের মধ্যে আমিই সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে থেকে লড়াই করেছি। তখন গাছের পাতা ব্যতীত আমাদের কোন আহার্য ছিল না এমনকি আমাদেরকে (কোষ্ঠকাঠিন্য হেতু) উট অথবা ছাগলের ন্যায় বাড়ির মত মল ত্যাগ করতে হত। আর যখন (এ অবস্থা দাঁড়িয়েছে যে,) বনু আসাদ আমাকে ইসলামের ব্যাপারে লজ্জা দিচ্ছে। আমি তখন অত্যন্ত ক্ষতিগ্রস্থ হব এবং আমার আমলসমূহ বৃথা যাবে। বনূ আসাদ উমর রা. এর নিকট সাদ রা.-এর বিরুদ্ধে যথা নিয়মে সালাত আদায় না করার অভিযোগ করছেন। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহ. বলেন, ইসলামের তৃতীয় ব্যক্তি একথা দ্বারা তিনি বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে যারা প্রথমে ইসলাম এনেছিল আমি এদের তিনজনের তৃতীয়।