হাদীস নং ৩৪২২
ইয়াহইয়া ইবনে সুলাইমান রহ………..আসলাম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রা. আমাকে উমর রা.-এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি তাকে সে সম্পর্কে অবহিত করলাম, তখন তিনি (ইবনে উমর রা.) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা-এর ইন্তিকালের পরে কাউকে (এ সব গুণের অধিকারী) আমি দেখি নি। তিনি (উমর রা.) অত্যন্ত দৃঢ়চিত্ত দানশীল ছিলেন। এসব গুণাবলী যেন উমর রা. পর্যন্ত শেষ হয়ে গেছে।