হাদীস নং ৩৩৯৬
সুলাইমান ইবনে হারব রহ………আবদুল্লাহ ইবনে আবু মুলাইকা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কুফাবাসীগণ দাদার (মিরাস) সম্পর্কে জানতে চেয়ে ইবনে যুবাইরের নিকট পত্র পাঠালেন, তিনি বললেন, ঐ মহান ব্যক্তি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতের কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করতাম, তবে তাকেই করতাম। (অর্থাৎ আবু বকর রা.) তিনি দাদাকে মিরাসের ক্ষেত্রে পিতার সমপর্যায়ভুক্ত করেছেন।