হাদীস নং ৩৩৯৫
মুআল্লা ইবনে আসাদ ও মূসা ইবনে সাঈদ রহ………আইয়্যূব রহ. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কাউকে যদি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম, তবে তাকেই (আবু বকরকেই) গ্রহণ করতাম। কিন্তু ইসলামী ভ্রাতৃত্বই সর্বোত্তম। কুতাইবা রহ……….আইয়্যূব থেকে অনুরূপ বর্ণনা করেন।