বুখারি হাদিস নং ৩৩৬৫

হাদীস নং ৩৩৬৫

ইয়াহইয়া ইবনে কাযাআ রহ………..আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগকালে তাঁর কন্যা ফাতিমা রা.-কে ডেকে পাঠালেন। এরপর চুপিচুপি কি যেন বললেন। ফাতিমা রা. তা শুনে কেঁদে ফেললেন। তারপর আবার ডেকে তাকে চুপিচুপি আরো কি যেন বললেন। এতে ফাতিমা রা. হেসে উঠলেন। আয়েশা রা. বলেন, আমি হাসি-কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, (প্রথম বার) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপে চুপে বলেছিলেন, যে রোগে তিনি আক্রান্ত হয়েছেন এ রোগেই তাঁর ওফাত হবে ; তাই আমি কেঁদে দিয়েছিলাম।এরপর তিনি চুপিচুপি আমাকে বলেছিলেন, তার পরিবার-পরিজনের মধ্যে আমিই সর্বপ্রথম তাঁর সাথে মিলিত হব, এতে আমি হেসে দিয়েছিলাম।