হাদীস নং ৩৩১৬
আবদুল্লাহ ইবনে মাসলামা রহ……….আবু সালামা ইবনে আবদুর রাহমান রহ. থেকে বর্ণিত যে, তিনি আয়েশা রা.-কে জিজ্ঞাসা করলেন, রমযান মাসে (রাতে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত কিভাবে ছিল? আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে ও অন্যান্য সব মাসের রাতে এগার রাকআতের বেশী সালাত আদায় করতেন না। প্রথমে চার রাকআত পড়তেন। এ চার রাকআত আদায়ের সৌন্দের্যের ও দৈর্ঘ্যের সম্পর্কে জিজ্ঞাসা করোনা। (ইহা বর্ণনাতীত) তারপর আরো চার রাকআত সালাত আদায় করতেন। এ চার রাকআতের সৌন্দর্য ও দৈর্ঘ্যের সম্পর্কে জিজ্ঞাসা করো না। তারপর তিন রাকআর (বিতর) আদায় করতেন। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনি বিতর সালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চক্ষু ঘুমায় তবে আমার অন্তর ঘুমায় না।