হাদীস নং ৩২৫০
আবুল ইয়ামান রহ………..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, গর্ব-অহংকার পশম নির্মিত তাঁবুতে বসবাসকারী যারা (উট গরু হাঁকাতে চিৎকার করে) তাদের মধ্যে। আর শান্তভাবে বকরী পালকদের মধ্যে রয়েছে। ঈমানের দৃষ্টতা এবং হিকমত ইয়ামানবাসীদের মধ্যে রয়েছে। ইমাম বুখারী রহ. বলেন, ইয়ামান নামকরণ করা হয়েছে। যেহেতু ইহা কাবা ঘরের ডানদিকে (দক্ষিণ) অবস্থিত এবং শাম (সিরিয়া) কাবা ঘরের বাম (উত্তর) দিকে অবস্থিত বিধায় তার শাম নামকরণ করা হয়েছে। والمشأمة অর্থ বাম দিক, বাম হাতকে الشؤمى এবং বাম দিককে أشأم বলা হয়েছে।