হাদীস নং ৩২৪৮
মুসাদ্দাদ রহ………..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, إلا المودة في القربى এ আয়াতের প্রসঙ্গে রাবী তাউস রহ. বলেন যে, সায়িব ইবনে জুবাইর রা. বলেন, কুরবা শব্দ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিটক আত্মীয়কে বুঝান হয়েছে। তখন ইবনে আব্বাস রা. বলেন, কুরাইশের এমন কোন শাখা-গোত্র নেই যাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আত্মীয়তা ছিল না। আয়াতখানা তখনই নাযিল হয়। অর্থাৎ তোমরা আমার ও তোমাদের মধ্যকার আত্মীয়তার প্রতি দৃষ্টি রাখ।