বুখারি হাদিস নং ৩১৪৬

হাদীস নং ৩১৪৬

বাদল ইবনে মুহাব্বার রহ…………আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আবু বাকর র.-কে তিনি যেন লোকদের সালাত আদায় করিয়ে দেন। আয়েশা রা. বললেন, তিনি একজন কোমল হৃদয়ের লোক। যখন আপনার জায়গায় তিনি দাঁড়াবেন, তখন বিনম্র অন্তর হয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাই বললেন, আয়েশা রা. আবারও সেই উত্তর দিলেন, শোবা রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অথবা চতুর্থবার বললেন, (হে আয়েশা রা.) তোমরা ইউসুফ আ.-এর ঘটনায় নিন্দুক নারীদের মত। আবু আবু বকরকে বল, (সালাত আদায় করিয়ে দিক)।