হাদীস নং ৩১১৯
কুতাইবা ইবনে সাঈদ রহ…………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ইবরাহীম আ. সূত্রধরদের অস্ত্র দ্বারা নিজের খাতনা করেছিলেন এবং তখন তার বয়স ছিল আশি বছর। আব্দুর রহমান ইবনে ইসহাক রহ. আবু যিনাদ রহ . থেকে হাদীস বর্ণনায় মুগীরা ইবনে আবদুর রাহমান রহ. -এর অনুসরণ করেছন। আজলান রহ. আবু হুরায়রা রা. থেকে হাদীস বর্ণনায় আরজ রহ.-এর অনুসরণ করেছেন। আর মুহাম্মদ ইবনে আমর রহ. আবু সালামা রর. থেকে বর্ণনা করেছেন।