বুখারি হাদিস নং ৩০৮৬ – তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে ডুবিয়ে দেবে। কেননা তার এক ডানায় রোগ জীবাণু থাকে আর অপরটিতে থাকে প্রতিষেধক।

হাদীস নং ৩০৮৬

খালিদ ইবনে মাখলাদ রহ…………..উবাইদ ইবনে হুনায়ন রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রা.-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে তাকে তাঁতে ডুবিয়ে দেবে। তারপর তাকে উঠিয়ে ফেলবে। কেননা তার এক ডানায় থাকে রোগ জীবাণু আর অপর ডানায় থাকে এর প্রতিষেধক।