বুখারি হাদিস নং ৩০৬৭ – আল্লাহর বাণী: আর আল্লাহ তথায় (যমীনে) প্রত্যেক প্রকারের প্রাণী ছড়িয়ে দিয়েছেন।

হাদীস নং ৩০৬৭

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ…………ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বারের উপর ভাষণ দানকালে বলতে শুনেছেন, সাপ মেরে ফেল। বিশেষ করে মেরে ফেল ঐ সাপ, যার মাথার উপর দু’টো সাদা রেখা আছে এবং লেজ কাটা সাপ। কেননা, এ দু’ প্রকারের সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়। আবদুল্লাহ রা. বললেন, একদিন আমি একটি সাপ মারার জন্য তার পেছনে ধাওয়া করছিলাম। এমন সময় আবু লুবাবা রা. আমাকে ডেকে বললেন, সাপটি মেরো না। তখন আমি বললাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারার জন্য আদেশ দিয়েছেন। তিনি বললেন, এরপরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাপ ঘরে বাস করে যাকে ‘আওয়ামিন’ বলা হয় এমন সাপ মারতে নিষেধ করেছেন। আবদুর রাজ্জাক রহ. মামার রহ. সূত্রে বর্ণিত হাদীসে রয়েছে, আমাকে দেখেছেন আবু লুবাবা অথবা ইবনে খাত্তাব রা. আর অনুসরণ করেছেন মামার রহ.-কে ইউনুস ইবনে উয়াইনা, ইসহাক কালবী ও যুবাইদী রহ. এবং সালিহ, ইবনে আবু হাফসা ও ইবনে মুজাম্মি রহ………ইবনে উমর রা. থেকে বর্ণিত হাদীসে রয়েছে, আমাকে দেখেছেন আবু লুবাবা ও যায়েদ ইবনে খাত্তাব রা.।