হাদীস নং ২৯৭০
মুহাম্মদ ইবনে মুসান্না রহ……….আবু বাকরা রা. থেকে বর্ণিত, তিন বলেন, আল্লাহ যে দিন আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সে দিন থেকে সময় যেরূপে আবর্তিত হচ্ছিল আজও তা সেরূপে আবর্তিত হচ্ছে। বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি মাস সম্মানিত । যুল-কাদাহ, যুল-হিজ্জাহ ও মুহাররাম। তিনটি মাস পরপর রয়েছে। আর এক মাস হল রজব ই-মুযার যা জুমাদা ও শাবান মাসের মধ্যে অবস্থিত।