বুখারি হাদিস নং ২৭২৩ – রোমদের সাথে যুদ্ধ সম্পর্কে।

হাদীস নং ২৭২৩

ইসহাক ইবনে ইয়াযীদ দিমাশকী রহ………উমাইর ইবনে আসওয়াদ আনসী রা. থেকে বর্ণিত যে, তিনি উবাদা ইবনে সামিত রা.-এর কাছে আসলেন। তখন উবাদা রা. হিমস উপকূলে তাঁর একটি ঘরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে ছিলেন উম্মে হারাম। উমাইর রহ. বলেন, উম্মে হারাম রা. আমাদের কাছে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, আমার উম্মাতের মধ্যে প্রথম যে দলটি নৌ যুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাত অনিবার্য করে ফেলল। উম্মে হারাম রা. বলেন, আমি কি তাদের মধ্যে হবে? তিনি বললেন, তুমি তাদের মধ্যে হবে। উম্মে হারাম রা. বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মাতের প্রথম যে দলটি কায়সার (রোম সম্রাট) এর রাজধানী আক্রমণ করবে, তারা ক্ষমাপ্রাপ্ত। তারপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি কি তাদের মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না।