বুখারি হাদিস নং ২৭০৩

হাদীস নং ২৭০৩

সাঈদ ইবনে উফাইর রহ……..সাহল ইবনে সাদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথার শিরস্ত্রাণ ভেঙ্গে গেল ও তাঁর মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল এবং তাঁর সামনের দাঁত ভেঙ্গে গেল, তখন আলী রা. ঢালে করে ভরে ভরে পানি আনতেন এবং ফাতিমা রা. ক্ষতস্থান ধুতে ছিলেন। যখন ফাতিমা রা. দেখলেন যে, পানির চাইতে রক্তক্ষরণ আরো বৃদ্ধি পাচ্ছে, তখন একখানা চাটাই নিয়ে তা পোড়ালেন এবং তার ছাই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, তাঁতে রক্ত বন্ধ হয়ে গেল।