হাদীস নং ২৬১০
ইয়াহইয়া ইবনে বুকাইর রহ………আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হারব রা. তাকে জানিয়েছেন যে, হিরাকল তাকে বলেছিলেন, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তাঁর সঙ্গে তোমাদের যুদ্ধের ফলাফল কিরূপ ছিল? তুমি চলেছ যে, যুদ্ধ বড় পানির পাত্র এবং ধন সম্পদের মত। রাসূলগণ এভাবেই পরীক্ষিত হয়ে থাকেন। তারপর ভাল পরিণতি তাদেরই হয়।