হাদীস নং ২৫৫৩
খাল্লাদ ইবনে ইয়াহইয়া রহ……..তালহা ইবনে মুসাররিফ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আদী আওফা রা.-এর নিকট জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসীয়াত করেছিলেন ? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে কিভাবে লোকদের উপর অসীয়াত ফরয করা হল, কিংবা অসীয়াতের নির্দেশ দেয়া হল? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের (অনুযায়ী আমল করার) অসীয়াত করেছেন।