হাদীস নং ২৫১৫
কুতাইবা ইবনে সাঈদ রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত, আল্লাহ তা’আলার বাণী : “কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশংকা করে” এই আয়াতটি সম্পর্কে তিনি বলেন, আয়াতের লক্ষ্য হল, সে ব্যক্তি যে তার স্ত্রীর মধ্যে বার্ধক্য বা অন্য ধরনের অপছন্দনীয় কিছু দেখতে পেয়ে তাকে ত্যাগ করতে মনস্থ করে আর স্ত্রী এ বলে অনুরোধ করে যে, তুমি আমাকে তোমার কাছে রাখ এবং যতটুকু ইচ্ছা আমার প্রাপ্য অংশ নির্ধারণ কর। আয়িশা রা. বলেন, উভয়ে সম্মত হলে এতে দোষ নেই।