হাদীস নং ২৪৯৫
মূসা ইবন ইসমাঈল (রঃ) ……. ইবন মাস’উদ (রাঃ) সূত্রে নাবী (সাঃ) . থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে (মিথ্যা) কসম করবে (কিয়ামতের দিন) সে আল্লাহর সংগে সাক্ষাৎ করাবে এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট থাকবেন।