বুখারি হাদিস নং ২৪৫৯ – প্রচলিত অর্থে কেউ যদি কাউকে বলে এই বাদীটি তোমার সেবার জন্য দান করছি, তাহলে তা জায়েজ।

হাদীস নং ২৪৫৯

আবুল ইয়ামান রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণিত গ্রন্থ হতে বলেছেন, ইবরাহীম আ.(স্ত্রী) সারাকে সাথে নিয়ে হিজরত করলেন। (পথে এক জনপদের) লোকেরা সারার উদ্দেশ্যে হাজিরকে হাদিয়া দিলেন। তিনি ফিরে এসে (ইবরাহীমকে) বললেন, আপনি কি জেনেছেন; কাফিরকে আল্লাহ পরাস্ত করেছেন এবং সেবার জন্য একটি বালিকা দান করেছেন। ইবনে সীরীন রহ. আবু হুরায়রা রা.-এর সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তারপর (সেই কাফির) সারার সেবার উদ্দেশ্যে হাজেরাকে দান করল।