বুখারি হাদিস নং ২৪৫১ – কারো কাছ থেকে ঘোড়া, চতুষ্পদ জন্তু বা অন্য কোন কিছু ধার নেওয়া।

হাদীস নং ২৪৫১

আমদ রহ………কাতাদা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রা.-কে বলতে শুনেছি, মদীনায় একবার শত্রুর আক্রমণের ভয় ছড়িয়ে পড়ল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালহা রা.-এর কাছ থেকে একটি ঘোড়া ধার নিলেন এবং তাঁতে সাওয়ার হলেন। ঘোড়াটির নাম ছিল মানূদব। তারপর (মদীনা টহল দিয়ে) ফিরে এসে তিনি বললেন, কিছুই তো দেখতে পেলাম না, তবে এই ঘোড়াটিকে আমি সমুদ্রের তরঙ্গের মত পেয়েছি।