হাদীস নং ২১৯২
ইয়াতহইয়া ইবনে বুকাইর রহ……….সালিম রহ. থেকে বর্ণিত যে, আবদুল্লাহ ইবনে উমর রা. বলেছেন, আমি জানতাম যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় ক্ষেত বর্গাচাষ করতে দেয়া হত। তারপর আবদুল্লাহ রা.-এর ভয় হল, হয়ত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে এমন কিছু নতুন নির্দেশ দিয়েছেন, যা তাঁর জানা নেই। তাই তিনি ভাগে জমি ইজারা দেওয়া ছেড়ে দিলেন।