হাদীস নং ২১১৭
মুহাম্মদ ইবনে ইউসুফ রহ……..আবু মূসা আশআরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আমানতদার খাজাঞ্চি, যাকে কোন কিছু আদেশ করা হলে সন্তুষ্টচিত্তে তা আদায় করে, সে হল দানকারীদের একজন।
হাদীস নং ২১১৭
মুহাম্মদ ইবনে ইউসুফ রহ……..আবু মূসা আশআরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আমানতদার খাজাঞ্চি, যাকে কোন কিছু আদেশ করা হলে সন্তুষ্টচিত্তে তা আদায় করে, সে হল দানকারীদের একজন।