হাদীস নং ১৯৬৮
আলী ইবনে আবদুল্লাহ রহ………ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বললেন, উকায, মাজান্না ও যুল-মাজায জাহিলী যুগের বাজার ছিল, ইসলামের আবির্ভাবের পরে লোকেরা তথায় ব্যবসা করা গুনাহের কাজ মনে করল। এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা নাযিল করলেন: তোমাদের উপর কোন গুনাহ নাই…… (অর্থাৎ হজ্জের মওসুমে। ইবনে আব্বাস রা. এরূপ পড়েছেন।