হাদীস নং ১৯৪৭
আহমদ ইউনুস রহ………..হুযায়ফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের পূর্ববর্তীগণের মধ্যে এক ব্যক্তির রূহের সাথে সাথে সাক্ষাত করে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোন নেক কাজ করেছ? লোকটি উত্তর দিল, আমি আমার পীড়াপীড়ি না করে। রাবী বলেন, তিনি বলেছেন, ফেরেশতারাও তাকে ক্ষমা করে দেন। আবু মালিক রহ. রিবঈ ইবনে হিরাশ রহ. সূত্রে বর্ণনা করেন, আমি সচ্ছল ব্যক্তির ব্যাপারে সহজ করতাম এবং অভাবগ্রস্ত কে অবকাশ দিতাম। শুবা রহ. আবদুল মালিক রহ. থেকে অনুরূপ বর্ণনা করেন। আবু আওয়ানা রহ. আবদুল মালিক রহ. সূত্রে বর্ণনা করেন, আমি সচ্ছল কে অবকাশ দিতাম এবং অভাবগ্রস্ত কে মাফ করে দিতাম এবং নুআইম ইবনে আবু হিনদ রহ. রিবঈ রহ. সূত্রে বলেন, আমি সচ্ছল ব্যক্তি থেকে গ্রহণ করতাম এবং অভাবগ্রস্ত কে ক্ষমা করে দিতাম।