হাদীস নং ১৯৪৫
ইয়াহইয়া ইবনে মূসা রহ………যুবাইর ইবনে আওয়াম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কারো পক্ষে তার রশি নিয়ে কাঠ সংগ্রহ করতে বের হওয়া তার সাওয়াল করা থেকে উত্তম। আবু নুআইম রহ. বলেন, মুহাম্মদ ইবনে সওযয়াব ও ইবনে নুমাইর রহ. হিশাম রহ.-এর মাধ্যমে তার পিতা থেকে হাদীসটি বর্ণনা করেছেন।