হাদীস নং ১৯৪০
ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ…….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবু বকর সিদ্দীক রা.-কে খলীফা বানানো হল, তখন তিনি বললেন, আমার কওম জানে যে, আমার উপার্জন আমার পরিবারের ভরণ পোষণে অপর্যাপ্ত ছিলনা। কিন্তু এখন আমি মুসলিম জনগণের কাজে সার্বক্ষণিক ব্যাপৃত হয়ে গেছি। অতএব আবু বকরের পরিবার এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য গ্রহণ করবে এবং আবু বকর রা. মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে।