বুখারি হাদিস নং ১৮৮৬

হাদীস নং ১৮৮৬

ইসমাঈল রহ………আবু সালামা ইবনে আবদুর রাহমান রহ. থেকে বর্ণিত, তিনি আয়িশা রা.-কে জিজ্ঞাসা করেন যে, রমযানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত কিরূপ ছিল ? তিনি বললেন, রমযান মাসে ও রমযান ছাড়া অন্য সময়ে (রাতে) তিনি এগারো রাকআত হতে বৃদ্ধি করতেন না। তিনি চার রাকআত সালাত আদায় করতেন, সে চার রাকআতের সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত। এরপর চার রাকআত সালাত আদায় করতেন, তার সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত। এরপর তিন রাকআত সালাত আদায় করতেন। আমি (আয়িশা রা.) বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনি বিতর আদায়ের আগে ঘুমিয়ে যাবেন ? তিনি বললেন : হে আয়িশা ! আমার দু’ চোখ ঘুমায় বটে কিন্তু আমার কালব নিদ্রাভিভূত হয় না।