হাদীস নং ১৮৫৩
আমর ইবনে আলী রহ……….আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এ সংবাদ পৌছে যে, আমি একটানা সাওম পালন করি এবং রাতভর সালাত আদায় করি। এরপর হয়ত তিনি আমার কাছে লোক পাঠালেন অথবা আমি তাঁর সঙ্গে সাক্ষাত করলাম। তিনি বললেন : আমি কি এ কথা ঠিক শুনি নাই যে, তুমি সাওম পালন করতে থাক আর ছাড় না এবং তুমি (রাতভর) সালাত আদায় করতে থাক আর ঘুমাও না ? (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) তুমি সাওম পালন কর এবং মাঝে মাঝে তা ছেড়েও দাও। রাতে সালাত আদায় কর এবং নিদ্রাও যাও। কেননা তোমার উপর তোমার চোখের হক রয়েছে এবং তোমার নিজের শরীরের ও তোমার পরিবারের হক তোমার উপর আছে। আবদুল্লাহ রা. বললেন, আমি এর চেয়ে বেশী শক্তি রাখি। তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন : তাহলে তুমি দাউদ আ.-এর সিয়াম পালন কর। রাবী বলেন, আবদুল্লাহ রা. বললেন, তা কিভাবে ? তিনি বললেন : দাউদ আ. একদিন সাওম পালন করতেন, একদিন ছেড়ে দিতেন এবং তিনি (শত্রুর) সম্মুখীন হলে পলায়ন করতেন না। আবদুল্লাহ রা. বললেন : হে আল্লাহর নবী ! আমাকে এ শক্তি কে যোগাবে ? বর্ণনাকারী আতা রহ. বলেন, (এই হাদীসে) কি ভাবে সব সময়ের সিয়ামের প্রসঙ্গ আসে সে কথাটুকু আমার মনে নেই (অবশ্য) এতটুকু মনে আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ বার এ কথাটি বলেছেন, সব সময়ের সাওম কোন সাওম নয়।