বুখারি হাদিস নং ১৮৩৬ – বাচ্চাদের সাওম পালন করা।

হাদীস নং ১৮৩৬

মুসাদ্দাদ রহ……….রুবায়্যি বিনতে মুআব্বিয রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আশুরার সকালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সকল পল্লীতে এ নির্দেশ দিলেন : যে ব্যক্তি সাওম পালন করেনি সে যেন দিনে বাকি অংশ না খেয়ে থাকে, আর যার সাওম অবস্থায় সকাল হয়েছে, সে যেন সাওম পূর্ণ করে। তিনি (রুবায়্যি) রা. বলেন, পরবর্তীতে আমরা ঐ দিন রোযা রাখতাম এবং আমাদের শিশুদের রোযা রাখতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরী করে দিতাম। তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ঐ খেলনা দিয়ে ইফতার পর্যন্ত ভুলিয়ে রাখতাম। আবু আবদুল্লাহ রহ. বলেন, (ইহনুন) পশম।