বুখারি হাদিস নং ১৮৩০ – সায়িমের জন্য কখন ইফতার করা হালাল।

হাদীস নং ১৮৩০

হুমাইদী রহ……..উমর ইবনে খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যখন রাত্র সে দিক থেকে ঘনিয়ে আসে ও দিন এ দিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন সায়িম ইফতার করবে।