হাদীস নং ১৮১৬
আদম ইবনে আবু ইয়াস রহ………সাবিত আল-বুনানী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রা.-কে প্রশ্ন করা হল, আপনার কি সায়িমের শিংগা লাগানো অপছন্দ করতেন ? তিনি বললেন, না। তবে দুর্বল হয়ে যাওয়ার কারণে অপছন্দ করতাম। শাবাবা রহ. শুবা রহ. থেকে ‘নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে’ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন।