হাদীস নং ১৮০৩
আবদুল্লাহ ইবনে মাসলামা রহ……..আবু বকর ইবনে আবদুর রাহমান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার পিতা আয়িশা রা. এবং উম্মে সালামা রা.-এর নিকট গেলাম। (অপর বর্ণনায়) আবুল ইয়ামান রহ………মারওয়ান রহ. থেকে বর্ণিত যে, আয়িশা রা. এবং উম্মে সালামা রা. তাকে সংবাদ দিয়েছেন যে, নিজ নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জুনুবী অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং সাওম পালন করতেন। মারওয়ান রহ. আবদুর রাহমান ইবনে হারিস রহ.-কে বললেন, আল্লাহর শপথ করে বলছি, এ হাদীস শুনিয়ে তুমি আবু হুরায়রা রা. কে শংকিত করে দিবে। এ সময় মারওয়ান রহ. মদীনার গভর্নর ছিলেন। আবু বকর রহ. বলেন, মারওয়ান রা.-এর কথা আবদুর রাহমান রহ. পছন্দ করেন নি। রাবী বলেন, এরপর ভাগ্যক্রমে আমরা যুল-হুলাইফাতে একত্রিত হয়ে যাই। সেখানে আবু হুরায়রা রা.-এর একখণ্ড জমি ছিল। আবদুর রাহমান রহ. আবু হুরায়রা রা. কে বললেন, আমি আপনার নিকট একটি কথা বলতে চাই, মারওয়ান যদি এ বিষয়টি আমাকে কসম দিয়ে না বলতেন, তাহলে আমি তা আপনার সঙ্গে আলোচনা করতাম না। তারপর তিনি আয়িশা রা. ও উম্মে সালামা রা.-এর বর্ণিত উক্তিটি উল্লেখ করলেন, ফাযল ইবনে আব্বাস রা. অনুরূপ একটি হাদীস আমাকে শুনিয়েছেন এবং এ বিষয়ে তিনি সর্বাধিক অবহিত। হাম্মাম রহ. এবং ইবনে আবদুল্লাহ ইবনে উমর রা. সূত্রে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, এরূপ ক্ষেত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম ত্যাগ করে খাওয়ার হুকুম দিতেন। প্রথমোক্ত হাদীসটি সনদের দিক থেকে বিশুদ্ধ।