হাদীস নং ১৭৯১
মুসাদ্দাদ রহ…..আবু বকরা রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি মাস কম হয়না। তা হল ঈদের দু’মাস রমযানের মাস ও যুলহজ্জের মাস। আবু আবদুল্লাহ রহ. বলেছেন, আহমাদ ইবনে হাম্বল রহ. বলেন, রমযান ঘাটতি হলে যুলহজ্জ পূর্ণ হবে। আর যুলহজ্জ ঘাটতি হলে রমযান পূর্ণ হবে। আবুল হাসান রহ. বলেন, ইসহাক ইবনে রাহওয়াই রহ. বলেন, ফজিলতের দিক থেকে এ দুই মাসে কোন ঘাটতি নেই, মাস ঊনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।