বুখারি হাদিস নং ১৭৭৪ – সাওম (গোনাহের কাফফারা)।

হাদীস নং ১৭৭৪

আলী ইবনে আবদুল্লাহ রহ……..হুযায়ফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন উমর রা. বললেন, ফিতনা সম্পকির্ত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীসটি কার মুখস্থ আছে ? হুযায়ফা রা. বললেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, পরিবার, ধন-সম্পদ এবং প্রতিবেশীই মানুষের জন্য ফিতনা। সালাত, সিয়াম এবং সাদকা এর কাফফারা হয়ে যায়। উমর রা. বললেন, এ ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি না, আমি তে জিজ্ঞাসা করেছি ঐ ফিতনা সম্পর্কে যা সমুদ্রের ঢেউয়ের মত আন্দোলিত হতে থাকবে। হুযায়ফা রা. বললেন, এ ফিতনার সামনে বন্ধ দরজা আছে। উমর রা. বললেন, এ দরজা কি খুলে যাবে, না ভেঙ্গে যাবে ? হুযায়ফা রা. বললেন ভেঙ্গে যাবে। উমর রা. বললেন, তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা মাসরূক রহ.কে বললাম, বললাম, হুযায়ফা রা.-কে জিজ্ঞাসা করুন, উমর রা. কি জানতেন, কে সেই দরজা ? তিনি বললেন, হ্যাঁ, তিনি এরূপ জানতেন যে রূপ কালকের দিনের পূর্বে আজকের রাত।