হাদীস নং ১৭৬২
আমর ইবনে আব্বাস রহ………জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুঈন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে ইসলামের উপর বায়আত গ্রহণ করল। পরদিন সে জ্বরাক্রান্ত অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বলল, আমার (বায়আত) ফিরিয়ে নিন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন। এভাবে তিনবার হল। তারপর বললেন : মদীনা কামারের হাঁপরের মত, যা তার আবর্জনা ও মরিচাকে দূরীভূত করে এবং খাঁটি ও নির্ভেজাল কে পরিচ্ছন্ন করে।