বুখারি হাদিস নং ১৭৪৪

হাদীস নং ১৭৪৪

ইবরাহীম ইবনে মূসা রহ………উকবা ইবনে আমির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বোন পায়ে হেটে হজ্জ করার মানত করেছিল। আমাকে এ বিষয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফতোয়া আনার নির্দেশ করলে আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন : পায়ে হেঁটেও চলুক, সওয়ারও হোক। ইয়াযীদ ইবনে আবু হাবীব রহ. বলেন, আবুল খায়ের রহ. উকবা রা. থেকে কখনো বিচ্ছিন্ন হতেন না।