বুখারি হাদিস নং ১৬৫৬ – (হজ্জের) মৌসুমে ব্যবসা করা এবং জাহিলী যুগের বাজারে বেচা-কেনা।

হাদীস নং ১৬৫৬

উসমান ইবনে হায়সাম রহ………ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগে যল-মাজায ও উকায লোকদের ব্যবসা কেন্দ্র ছিল। ইসলাম আসার পর মুসলিমগণ যেন তা অপছন্দ করতে লাগল, অবশেষে এ আয়াত নাযিল হয় : “তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোন পাপ নেই হজ্জের মৌসুমে” (২ : ১৯৮)।