বুখারি হাদিস নং ১৬৩৪ – পানি পান করানোর ব্যবস্থা কারীদের ও অন্যান্য লোকদের মিনার রাতগুলোতে মক্কায় অবস্থান করা।

হাদীস নং ১৬৩৪

মুহাম্মদ ইবনে উবাইদ ইবনে মায়মুন, ইয়াহইয়া ইবনে মূসা ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর রহ……….ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, আব্বাস রা. পানি পান করানোর জন্য মিনার রাতগুলোতে মক্কায় অবস্থানের ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলেন। আবু উসামা, উকবা ইবনে খালিদ ও আবু যামরা রহ. এ হাদীস বর্ণনায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইরের অনুসরণ করেছেন।