বুখারি হাদিস নং ১৬১৭ – ইহরামের সময় মাথায় আঠালো বস্তু লাগান ও মাথা কামানো।

হাদীস নং ১৬১৭

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ………হাফসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ ! লোকদের কি হল যে, তারা উমরা করে হালাল হয়ে গেল অথচ আপনি উমরা থেকে হালাল হননি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : আমি তো আমার মাথায় আঠালো বস্তু লাগিয়েছি এবং পশুর গলায় কিলাদা ঝুলিয়েছি। তাই কুরবানী না করে আমি হালাল হতে পারিনা।